নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির সভা

২৯ ডিসেম্বর দামিনীর মৃত্যুদিনে নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে নারী নির্যাতনের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কলেজ স্ট্রিটে মহাবোধি সোসাইটি হলে আলোচনাসভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আগে কমিটির উদ্যোগে অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হয়। ‘স্বাধীনতার পঁচাত্তর বছর ও নারীসমাজ’ শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন বাসন্তী দেবী কলেজের প্রাক্তন অধ্যক্ষা মৈত্রেয়ী বর্ধন রায় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা শান্তা দত্ত।

গান আবৃত্তি শ্রুতিনাটকের মাধ্যমে নারী নির্যাতনের বিরুদ্ধে ও সমানাধিকারের পক্ষে সোচ্চার হন বিভিন্ন শিল্পী। সভাপতিত্ব করেন অধ্যাপক তরুণ দাস এবং মঞ্চে উপস্থিত ছিলেন অধ্যাপিকা প্রেম শর্মা এবং উপদেষ্টামণ্ডলীর সদস্য ডাঃ অশোক সামন্ত এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ তরুণকান্তি নস্কর।

গণদাবী ৭৪ বর্ষ ২২ সংখ্যা ৭ জানুয়ারি ২০২২