নাগরিকদের ব্যক্তিগত তথ্যে হানাদারি চালাবে কেন্দ্রীয় সরকার প্রতিবাদ এস ইউ সি আই (সি)–র

এস ইউ সি আই (সি)–র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২২ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন,

‘‘২১ ডিসেম্বর একটি নোটিস জারি করে কেন্দ্রের বিজেপি সরকার ঘোষণা করেছে দেশের প্রতিটি নাগরিকের ব্যক্তিগত তথ্যের উপর সরকার নজরদারি করবে৷ এজন্য ১০টি কেন্দ্রীয় সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ যে কোনও ব্যক্তি তার নিজস্ব কম্পিউটারে কী তথ্য রেখেছেন, তা খুঁজে দেখবে তারা৷ যারা কম্পিউটারের তথ্য আদান–প্রদান ও জমা রাখার কারিগরি ব্যবস্থা দিয়ে থাকে, তারাও বাধ্য থাকবে এই তথ্য সরকারকে দেওয়ার জন্য৷ ব্যক্তির নিজস্ব পরিসরে নগ্ন হানাদারির এই পদক্ষেপ একটি ফ্যাসিবাদী পরিকল্পনা৷ বিজেপি সরকার জানিয়েছে ২০০৯ সালে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট যা কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকার প্রণয়ন করেছিল তার জোরেই এই নোটিস জারি করা হয়েছে৷ এটা প্রমাণ করে, যখন যে বুর্জোয়া দলই সরকারে বসে তারাই নাগরিকের ব্যক্তিগত পরিসরের উপর আক্রমণ চালায় জনগণের ক্ষোভ ও ক্রোধ থেকে সরকারকে বাঁচাবার জন্য৷ আমরা অবিলম্বে এই নোটিস প্রত্যাহারের দাবি করছি৷’’

(গণদাবী : ৭১ বর্ষ ২০ সংখ্যা)