দ্রত বিচার করে বন্দিদের মুক্তির দাবি সিপিডিআরএস-এর

রাজ্যের সাতটি সংশোধনাগারে থাকতে পারেন সর্বসাকুল্যে ২১ হাজারের কিছু বেশি বন্দি। কিন্তু রয়েছেন প্রায় ২৮ হাজার।২৮ হাজার বন্দির মধ্যে ২২,৮৯৫ জনই বিচারাধীন বন্দি। অভিযুক্ত মানেই দোষী নয়।রাজ্যে রাজ্যে হাজার হাজার বিচারাধীন বন্দি বছরের পর বছর বিনা বিচারে, বিচারের দীর্ঘসূত্রিতায় জীবনের দীর্ঘ সময় জেলের অভ্যন্তরে পচে মরে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য বিচারক নিয়োগ সহ বিচারব্যবস্থার যে পরিকাঠামোর উন্নয়ন হওয়া দরকার, তার মারাত্মক অবহেলা রয়েছে।মানবাধিকার সংগঠন সিপিডিআরএস-এর রাজ্য সম্পাদক রাজকুমার বসাক ১ জানুয়ারি এক বিবৃতিতে বিচারব্যবস্থার পরিকাঠামো উন্নয়ন করার পাশাপাশি সংশোধনাগারগুলির পরিকাঠামো উন্নয়ন ও বন্দিদের সুস্থভাবে বেঁচে থাকার প্রয়োজনীয় উপকরণ দেওয়ার দাবি জানান।