দূষণহীন ও কম খরচের ট্রাম ব্যবস্থা রক্ষার দাবিতে গণস্বাক্ষর সহ মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন

দূষণহীন ও কম খরচের ঐতিহ্যপূর্ণ ট্রাম ব্যবস্থাকে তুলে দেওয়ার যে চেষ্টা চালাচ্ছে বর্তমান সরকার তার বিরুদ্ধে কয়েক মাস ধরে কলকাতা জুড়ে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। সর্বত্রই ট্রাম রক্ষায় নাগরিকদের বিপুল সমর্থন লক্ষ করা যায়। সেই সব স্বাক্ষর ১২ অক্টোবর মিছিল করে মুখ্যমন্ত্রীর দপ্তরের উদ্দেশে পাঠানো হয়। প্রায় পাঁচশো মানুষের একটি মিছিল ওই দিন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয়ে এসপ্ল্যানেডে পৌঁছয়। সেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কিছু দিন আগেই দলের পক্ষ থেকে পরিবহণ দপ্তরের এমডি, পরিবহণ মন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট ট্রাম লাইনের উপর পিচ ঢেলে দেওয়া এবং ট্রামের সম্পত্তি হস্তান্তর করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। জেলা সম্পাদক সুব্রত গৌড়ী বলেন, ট্রাম অত্যন্ত পরিবেশবান্ধব এবং কম খরচের একটি যান। সরকার ট্রাম তুলে দেওয়ার পক্ষে যানজটের যে অজুহাত তুলছে তা একেবারেই ঠিক নয়। যানজট যা হয় তার কারণ রাস্তার দু’পাশের বেআইনি পার্কিং এবং সরকারের ভুল ট্রাফিক নীতি। জনগণের মত মেনে নিয়ে সরকার যদি কলকাতা থেকে ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার না করে তবে আন্দোলন আরও জোরদার করে গড়ে তোলা হবে।