তেভাগা আন্দোলনের প্রবাদপ্রতিম নেতা কমরেড রবীন মণ্ডল স্মরণে সভা

তেভাগা আন্দোলনের প্রবাদপ্রতিম নেতা, তিনবারের বিধায়ক, এস ইউ সি আই (সি)-র পূর্বতন দক্ষিণ ২৪ পরগণা জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড রবীন মণ্ডলের জীবনাবসান হয়েছে গত ১ নভেম্বর। ২৫ নভেম্বর জয়নগরের শচীন ব্যানার্জী-সুবোধ ব্যানার্জী নামাঙ্কিত মাঠে তাঁর স্মরণসভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা এসইউসিআই (সি)-র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ বলেন, দক্ষিণ ২৪ পরগণায় কমরেড শিবদাস ঘোষের শিক্ষার ভিত্তিতে তেভাগা আন্দোলনে নেতৃত্ব দিয়়ে গরিব মানুষকে সঙ্গে নিয়ে জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই গড়ে তুলেছিলেন কমরেড রবীন মণ্ডল। ওই এলাকায় গরিব মানুষ রক্ত ঢেলে, প্রাণ দিয়ে গড়ে তুলেছিলেন দলের দুর্ভেদ্য ঘাঁটি, যে ঘাঁটিকে কংগ্রেস, সিপিএম, তৃণমূলের মতো কায়েমি স্বার্থবাদী সমস্ত দলই সব সময় চেষ্টা করেছে ভাঙার। তিনি বলেন, কমরেড রবীন মণ্ডল সমস্ত লড়াইয়ের মধ্যেই জনগণের কাছে শ্রেণি-রাজনীতির কথা তুলে ধরতেন। পুলিশের চোখে ধুলো দিয়ে সর্বদা জনসাধারণের দুঃখ-দুর্দশায় ও প্রয়োজনে অসমসাহসে তাঁর ঝাঁপিয়ে পড়া দেখে মানুষ তাঁকে ‘রবিনহুড’ নাম দিয়েছিলেন।

স্মরণসভায় অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সুজাতা ব্যানার্জী, রাজ্য কমিটির সদস্য কমরেড মাদার নস্কর। সভাপতিত্ব করেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও বারুইপুর সংগঠনিক জেলার সম্পাদক কমরেড নন্দ কুণ্ডু। তিন সহস্রাধিক মানুষ সভায় উপস্থিত ছিলেন।