ডাক্তারি ছাত্রী নিগ্রহঃ প্রতিবাদে বিক্ষোভ

কলকাতার এসএসকেএম হাসপাতালে ডিএম পাঠরত এক ছাত্রী সম্প্রতি শ্লীলতাহানির অভিযোগ তোলেন হাসপাতালেরই সিনিয়র শিক্ষক-চিকিৎসকের বিরুদ্ধে। এই ঘটনার তীব্র নিন্দা করেছে সার্ভিস ডক্টর্স ফোরাম (এসডিএফ) এবং এআইডিএসও। এসডিএফের সাধারণ সম্পাদক ডাঃ সজল বিশ্বাস ৮ জুলাই এক বিবৃতিতে বলেন, শিক্ষক কর্তৃক ছাত্রীর শ্লীলতাহানী জঘন্যতম অপরাধ। মেডিকেল কলেজে শিক্ষকের সাথে ছাত্রছাত্রীদের সম্পর্ক অত্যন্ত শ্রদ্ধা ও পারস্পরিক বিশ্বাসের। এই ঘটনা সে সম্পর্ককে নষ্ট করে দেবে, যা মেডিকেল শিক্ষা ও চিকিৎসা জগতের অপূরণীয় ক্ষতি। হাসপাতাল ও মেডিকেল কলেজে কাজের পরিবেশ এবং পারস্পরিক বিশ্বাস ফিরিয়ে আনতে অবিলম্বে এই ঘটনার বিচারবিভাগীয় তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় এসডিএফ।

ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অপরাধীর কঠোর শাস্তির দাবিতে ৮ জুলাই এআইডিএসও-র রাজ্য কমিটির সদস্য ডাঃ দীপক গিরি ও ডাঃ অনুপম ভট্টাচার্যের নেতৃত্বে এসএসকেএম-এর অ্যাকাডেমিক বিল্ডিংয়ের সামনে বিক্ষোভ দেখানো হয়। এরপর ৫ সদস্যের এক প্রতিনিধিদল ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্সকে স্মারকলিপি দেয়। সামাজিক অবক্ষয় তথা মেডিকেল এথিক্সের অবনমন রুখতে এই ধরনের প্রতিটি হেনস্তার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড মণিশঙ্কর পট্টনায়ক।

গণদাবী ৭৩ বর্ষ ৩৯ সংখ্যা