ডক ইনস্টিটিউট নির্বাচনে জয় সিপিএম-কংগ্রেস জোটের নয়

২৪ মার্চ হলদিয়া বন্দরের ডক ইন্সটিটিউট নির্বাচনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়। আইএনটিটিইউসি অনুমোদিত ইউনিয়ন এলইউডব্লুডব্লু-আইএর প্যানেল এবং বিএমএস অনুমোদিত এইচকেপি এবং ডিএসইউএর প্যানেলকে পরাজিত করে সব কটি আসনে চার-ইউনিয়নের সংগ্রামী জোটের প্যানেল জয়ী হয়। এই জয়কে সংবাদপত্র এবং কিছু টিভি চ্যানেল কংগ্রেস-সিপিএম জোটের জয় এবং তৃণমূলের পরাজয় বলে প্রচার করেছে। যদিও কংগ্রেস বা আইএনটিইউসি-র কোনও অস্তিত্ব বন্দরে নেই।

আসলে হলদিয়া বন্দরে শতাব্দী প্রাচীন একটি ইউনিয়ন– সিপিএসইউ-তে এআইইউটিইউসি’র কর্মী-সমর্থকরা শ্রমিক ঐক্য ও যুক্ত আন্দোলনের স্বার্থে বহু বছর কাজ করছেন। তাঁদের সক্রিয় উদ্যোগে এই নির্বাচনে সিপিএসইউ-র পক্ষ থেকে জোট গড়ার চেষ্টা হয় অন্য তিনটি ইউনিয়নের সাথে। জোটে সিপিএসইউ-র সাথে ছিল কেপিটিপিইইউ, সিপি অ্যান্ড এসএমইউ (সিটু) এবং এইচপি অ্যান্ড ডিইএ (এআইইউটিইউসি)। প্রগতিশীল জোটের এই জয়ের ফলে হলদিয়া বন্দরে আইএনটিটিইউসি অনুমোদিত ইউনিয়নের একাধিপত্য ও রাজনৈতিক সমর্থনপুষ্ট নেতৃত্বের ঔদ্ধত্য, দাম্ভিকতা ধাক্কা খেল। সাথে সাথে শ্রমিকদের সংগ্রামী এই জোট বন্দরে শ্রমিকদের স্বার্থে যুক্ত শ্রমিক আন্দোলনকে আরও শক্তিশালী করে গড়ে তুলবে।

অন্যদিকে ইনস্টিটিউটের তথা ক্লাবের কাজকর্মে সুস্থ সাংস্কৃতিক পরিবেশ ফিরিয়ে আনার বিষয়েও তাঁরা বিশেষ ভূমিকা পালন করবে।