Breaking News

ট্রেন বাতিলের প্রতিবাদে স্টেশন মাস্টারকে স্মারকলিপি

১৪টি পাঁশকুড়া-হাওড়া ও মেছেদা-হাওড়া লোকাল ট্রেনের চলাচল ৭ জানুয়ারি থেকে বন্ধ। ২১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে বলে রেলসূত্রে জানা গেছে। আবার কিছু ট্রেন সাঁতরাগাছিতে গন্তব্য শেষ করবে। যে ট্রেনগুলি চলছে, সেগুলি প্রতিদিন এক-দেড় ঘণ্টা দেরিতে চলছে। ফলে যাত্রীদের মধ্যে প্রবল বিক্ষোভ সৃষ্টি হয়েছে। সময় মতো ফুল ও পান বাজারগুলিতে পৌঁছতে না পারার কারণে সঠিক দাম থেকেও বঞ্চিত হচ্ছেন ফুল ও পানচাষিরা।

সমস্যা সমাধানের দাবিতে নাগরিক প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে ১৩ জানুয়ারি পূর্ব মেদিনীপুরের মেছেদা স্টেশন ম্যানেজারের মাধ্যমে সাউথ ইস্টার্ন রেলওয়ের খড়গপুর ডিভিসনের ডিআরএমের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্টেশন চত্বরে ও স্টেশন ম্যানেজারের অফিসের সামনে বিক্ষোভ সভায় মঞ্চের নেতৃবৃন্দ ও নিত্যযাত্রীরা বক্তব্য রাখেন। চার জনের এক প্রতিনিধিদল স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দেন। স্টেশন ম্যানেজার দাবিগুলির সঙ্গে সহমত হন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন বলে কথা দেন।