জেলায় জেলায় বিদ্যুৎগ্রাহকদের আন্দোলন

পশ্চিম মেদিনীপুরঃ বিদ্যুতের খারাপ মিটার পরিবর্তন, গ্রাহকদের পাওনা টাকা ফেরত, জনবিরোধী বিদ্যুৎ আইন সংশোধনী বিল ২০২২ ও স্মার্ট মিটার বাতিল সহ বিভিন্ন দাবিতে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির পিচম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে ২১ ডিসেম্বর খড়গপুর ডিভিশনাল ম্যানেজারের অফিসে ডেপুটেশন দেওয়া হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা-নেতা চণ্ডী হাজরা, অশোক ঘোষ প্রমুখ।

বাঁকুড়াঃ জনবিরোধী বিদ্যুৎ বিল ২০২২ বাতিল, গ্রাহকস্বার্থ বিরোধী স্মার্ট মিটার লাগানো বন্ধ, বোরো মরশুমে গ্রামাঞ্চলে লো-ভোল্টেজ বন্ধ, অচল মিটার বদল করে রিডিং-ভিত্তিক মিটার দেওয়া, বাঁশের খুঁটির পরিবর্তে স্থায়ী সিমেন্ট খুঁটিতে বিদ্যুৎ দেওয়া, মনগড়া বিল সংশোধন প্রভৃতি ১১ দফা দাবিতে বাঁকুড়ার বিষুiরপুরে ২৭ ডিসেম্বর অ্যাবেকার নেতৃত্বে বিদ্যুৎগ্রাহকরা বিক্ষোভ দেখান। বাসস্ট্যান্ডের বিক্ষোভসভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা নেতৃবৃন্দ। পরে একটি মিছিল ডিভিশন অফিসের আধিকারিককে স্মারকলিপি দেয়। প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায়় তিনি দাবিগুলি বিবেচনার প্রতিশ্রুতি দেন।