Breaking News

জাতীয় ও রাজ্য শিক্ষানীতি বাতিলের দাবিতে শিক্ষা কনভেনশন

জাতীয় শিক্ষানীতি এবং রাজ্য শিক্ষানীতি বাতিল, সব শূন্যপদে অবিলম্বে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ, রাজ্যে ৮২০৭ স্কুল তুলে দেওয়ার সিদ্ধান্ত বাতিল সহ নানা দাবিতে অধ্যাপক, ডাক্তার, শিক্ষক ও শিক্ষানুরাগীদের উদ্যোগে ৭ জানুয়ারি শিক্ষা কনভেনশন হয় পূর্ব মেদিনীপুরের তমলুকের ব্রাইট ফিউচার হলে। কনভেনশন শেষে অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি, তমলুক শাখা গঠিত হয়। সভাপতি নির্বাচিত হন অধ্যাপক গৌতম ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক নির্বাচিত হন শিক্ষক সতীশ সাউ, দিব্যেন্দু দত্ত।

৬ জানুয়ারি পাঁশকুড়ার প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষা কনভেনশন অনুষ্ঠিত হয়। আগামী দিনে শিক্ষা আন্দোলনকে শক্তিশালী করতে তপন জানাকে সভাপতি, সুমন্ত শী ও বিশ্বজিৎ রাউতকে যুগ্মসম্পাদক এবং দিতি দে-কে কোষাধ্যক্ষ করে সেভ এডুকেশন কমিটির পাঁশকুড়া আঞ্চলিক শাখা কমিটি গঠিত হয়।