গ্রুপ ডি পদে স্থায়ী নিয়োগের দাবি

২০১৬ সালে রাজ্যের তৃণমূল সরকার ঘোষণা করেছিল ৬০ হাজার গ্রুপ-ডি পদে স্থায়ী নিয়োগ হবে। সেই পরীক্ষার নোটিফিকেশন বেরোনোর পর ১৯ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেয়। তার মধ্যে মাত্র ১৯ হাজার জনের ইন্টারভিউ নেওয়া হয় এবং ৫ হাজারের মতো নিয়োগ করা হয়। সরকার বলেছিল প্রাথমিকভাবে সাড়ে ৬ হাজার জনকে নিয়োগ করা হবে। বাকি পদের জন্য সহস্রাধিক যুবককে ওয়েটিং লিস্টে রাখা হয় এবং তাদের বলা হয় পরে নিয়োগ করা হবে। কিন্তু চার বছর পার হয়ে গেলেও সেই ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের নিয়োগ হলো না। দুর্নীতিমুক্ত ভাবে এই নিয়োগের দাবিতে গ্রুপ-ডির ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটরা ১৪ ডিসেম্বর নবান্ন অভিযান করেন। মহামিছিলের ডাক দেন।

এই মিছিলে এআইডিওয়াইও-র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুপ্রিয় ভট্টাচার্য্য, সুকান্ত সিকদার এবং কলকাতা জেলা সম্পাদক সঞ্জয় বিশ্বাস উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন সুপ্রিয় ভট্টাচার্য।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ১৪ সংখ্যা_২৫ ডিসেম্বর, ২০২০)