গ্রামীণ চিকিৎসকদের প্রশিক্ষণের দাবি

১৯ এপ্রিল স্বাস্থ্যভবনে মিশন ডাইরেক্টরের কাছে প্রোগ্রেসিভ মেডিক্যাল প্র্যাক্টিশনার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (পিএমপিএআই) নেতৃত্ব স্মারকলিপি দেয় (ছবি)। তাঁদের দাবি, অবিলম্বে মেডিকেল অফিসারদের তত্ত্বাবধানে সারা রাজ্যে গ্রামীণ চিকিৎসকদের ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার হিসাবে ট্রেনিং শুরু করতে হবে। ট্রেনিং শেষে পরীক্ষা নিয়ে সার্টিফিকেট দিতে হবে, তাদের কাজ নির্দিষ্ট করতে ম্যানুয়াল প্রকাশ করতে হবে। যারা এখনও তালিকাভুক্ত হননি সেই স্বাস্থ্য পরিষেবকদের নাম নথিভুক্ত করতে হবে, নথিভুক্ত পরিষেবকদের পুলিশ প্রশাসন, ড্রাগ ইনস্পেক্টর প্রভৃতি আধিকারিকরা যাতে হয়রান না করতে পারে তা নিশ্চিত করতে হবে।

প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের মুখ্য উপদেষ্টা, প্রাক্তন সাংসদ ডাঃ তরুণ মণ্ডল, সভাপতি ডাঃ প্রাণতোষ মাইতি, সম্পাদক ডাঃ রবিউল আলম, কোষাধ্যক্ষ ডাঃ তিমির দাস এবং অন্যতম উপদেষ্টা মেডিকেল সার্ভিস সেন্টারের কলকাতা জেলা সম্পাদক ডাঃ নীলরতন নাইয়া। ডাইরেক্টর বেশি সংখ্যায় স্বাস্থ্য পরিষেবকদের ট্রেনিং-এর দাবি মেনে নেন।