গোসাবায় ইয়াস দুর্গতদের মাঝে মেডিকেল ক্যাম্পে ডাঃ কাফিল খান

রিলিফ অ্যান্ড পাবলিক ওয়েলফেয়ার সোসাইটি ও মেডিকেল সার্ভিস সেন্টারেরযৌথ উদ্যোগে ইয়াস পরবর্তী পরিস্থিতিতে এখনও পর্যন্ত দশটি ক্যাম্প করা হয়েছে। এখন পর্যন্ত ৪ হাজার ৩ শো পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে ও ১০০০-এর বেশি রোগীকে চিকিৎসা করা হয়েছে। ৪ জুলাই গোসাবা ব্লকের উত্তর রাঙাবেলিয়া, পাখিরালা ও রানীপুর এই তিন জায়গায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও ওষুধ দেওয়া হয়। মোট ৮০০ টি পরিবারকে ত্রাণ বিতরণ করা হয় এবং ৩০০ রোগী দেখা হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হল এই ক্যাম্পগুলোতে উপস্থিত ছিলেন মানবতাবাদী, শিশু চিকিৎসক, গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনের অগ্রগণ্য সৈনিক ডাঃ কাফিল খান। এছাড়াও উপস্থিত ছিলেন মেডিকেল সার্ভিস সেন্টারের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক ডাঃ অংশুমান মিত্র এবং পিএএমপিএআই-এর ক্যানিং মহকুমা কমিটির সভাপতি জগদীশ জানা ও গোসাবা ব্লক কমিটির সভাপতি গৌর বিশ্বাস। মোট ৪০ জনের টিম এই তিনটি ক্যাম্প পরিচালনা করেন। ক্যাম্প প্রাঙ্গণেই ডাঃ কাফিল খানকে রিলিফ অ্যান্ড পাবলিক ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় এবং মানপত্র প্রদান করা হয়। মানপত্র তুলে দেন রিলিফ এন্ড পাবলিক ওয়েলফেয়ার সোসাইটির সহ-সভাপতি সন্দীপ দত্ত ও কোষাধ্যক্ষ মলয় পাল।

গণদাবী ৭৩ বর্ষ ৩৮ সংখ্যা