গবেষকদের স্মারকলিপি পেশ

কলেজ সার্ভিস কমিশনের ৩১ ডিসেম্বর ২০২০-র অস্বচ্ছ ও অনৈতিক ধারা সম্বলিত বিজ্ঞপ্তির প্রতিবাদে উপযুক্ত সংযোজনী ও সংশোধনীর দাবিতে আন্দোলনে নেমেছে ডিআরএসও। তাদের আরও দাবি বয়সের ঊর্ধ্বসীমা বিলোপ, ফি মকুব করা, ভ্যাকেন্সি সংখ্যা ও ইন্টারভিউতে নম্বর বিন্যাস অবিলম্বে জানানো, প্যানেলের হাতে নম্বর কমানো, প্রতি বছর সিএসসি করা ইত্যাদি দাবিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় এক হাজার গবেষকের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি জমা দেয় তারা।

১৫ ফেব্রুয়ারি সিএসসি অফিসে ও রাজ্য উচ্চশিক্ষা দফতর এবং ইউজিসি দফতরেও স্মারকলিপি জমা দেওয়া হয়। অবিলম্বে এই সকল ন্যায়সঙ্গত দাবি মানা না হলে আন্দোলন তীব্রতর করা হবে বলে ডিআরএসও-র যুগ্ম আহ্বায়ক অর্ঘ্য দাস জানিয়েছেন।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ২৩ সংখ্যা_২৬ ফেব্রুয়ারি, ২০২১)