‘কোড অফ কন্ডাক্ট’-এর নামে গণতান্ত্রিক অধিকার হরণের চেষ্টা, বিক্ষোভ এআইডিএসও-র

নবজাগরণের প্রেরণায় ব্রিটিশ ভারতে শিক্ষাপ্রেমী মনীষীদের উদ্যোগে প্রেসিডেন্সি কলেজ মুক্তচিন্তার পীঠস্থান ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। এর সঙ্গে যুক্ত মনীষী ও শিক্ষাপ্রেমী মানুষের তালিকা দীর্ঘ, যাঁদের রক্তে ঘামে স্বপ্নে গড়ে উঠেছে এই শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু কেন্দ্র ও রাজ্য সরকারের একের পর এক শিক্ষাস্বার্থ বিরোধী নীতিগুলো কার্যকরী করতে করতে প্রেসিডেন্সির বর্তমান করুণ পরিণতি শিক্ষাপ্রেমী মানুষ লক্ষ না করে পারে না। শিক্ষার মানোন্নয়নের ন্যূনতম প্রচেষ্টা না থাকলেও প্রেসিডেন্সি কর্তৃপক্ষ ছাত্রছাত্রী ও শিক্ষাকর্মীদের গণতান্ত্রিক অধিকার হরণ ও ক্যাম্পাসের আভ্যন্তরীণ গণতান্ত্রিক পরিসর সংকুচিত করতে স্বৈরাচারী ‘কোড অফ কন্ডাক্ট’ চালু করার কথা বলছে।

এর বিরুদ্ধে ২৬ জুন এআইডিএসও-র কলকাতা জেলা কমিটির উদ্যোগে ছাত্রছাত্রীরা কলেজ স্ট্রিটে মিছিল করে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। সংগঠনের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিটের পক্ষ থেকে ডিন অফ স্টুডেন্টকে স্মারকলিপি দেওয়া হয়। দাবি জানানো হয়, ১) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় শিক্ষানীতি-২০’ কার্যকর করা চলবে না। ২) অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক ‘কোড অফ কন্ডাক্ট’ সম্পূর্ণ বাতিল করতে হবে। ৩) ছাত্রছাত্রীদের রাজনৈতিক আন্দোলনের অধিকার এবং সন্ত্রাসবাদী কার্যকলাপকে একই ছত্রে উল্লেখ করার জন্য কর্তৃপক্ষকে ভুল স্বীকার করতে হবে। ৪) ঐতিহ্যশালী প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দ্বার প্রত্যেক শিক্ষাপ্রেমী মানুষের জন্য খোলা রাখতে হবে। আন্দোলনের চাপে কর্তৃপক্ষ পরের দিন ‘কোড অফ কন্ডাক্ট’ প্রত্যাহার করার ঘোষণা করে।