কোচবিহারে ছাত্র আন্দোলনে দাবি আদায়

হঠাৎ করেই সিদ্ধান্ত নেয় কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ ৬ মাসের পরিবর্তে ৪ মাসেই দিতে হবে সেমেস্টারের পরীক্ষা৷ সেই মতো পরীক্ষাসূচিও ঘোষণা করে দেয় তারা৷ এই খামখেয়ালি সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয় অধীনস্ত কলেজগুলির স্নাতক স্তরের পরীক্ষার্থীরা৷ আন্দোলনকে সংগঠিত রূপ দিতে গঠিত হয় স্টুডেন্টস স্ট্রাগল কমিটি৷ কমিটির ছাত্রদের উপর আক্রমণ নামিয়ে আনে শাসক দলের ছাত্র সংগঠন৷ আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় চন্দনা ভুঁইমালী ও সাহিন আলম নামক দুই ছাত্রীকে৷ এতদসত্ত্বেও, কমিটির নেতৃত্বে পরীক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যায় এবং শেষপর্যন্ত কর্তৃপক্ষ বাধ্য হয় দাবি মেনে নিতে৷ কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই জয়ের ফলে প্রথম ও তৃতীয় সেমেস্টারের ছাত্ররা পরীক্ষা প্রস্তুতির নির্ধারিত সুযোগ পাবে এবং উপকৃত হবে৷ 

(৭১ বর্ষ ১৫ সংখ্যা ২৩ – ২৯ নভেম্বর, ২০১৮)