কুশমন্ডিতে মহিলার উপর নৃশংস অত্যাচারের প্রতিবাদ

আরও একটি নির্ভয়া কাণ্ড ঘটে গেল দক্ষিণ দিনাজপুরে কুশমন্ডি ব্লকের দেহাবন্ধ গ্রামে৷ একদিকে বেটি বাঁচাও বেটি পড়াও অন্যদিকে কন্যাশ্রীর ঢক্কানিনাদেও চেপে রাখা যাচ্ছে না সরকারি ছাপ মারা মদ–সাট্টা–জুয়া ও নানারকম অশ্লীল ছবি ও বিজ্ঞাপনের বিকৃত রুচির প্রকাশকে৷ এর ফলে বেড়েছে মহিলাদের উপর যৌন নির্যাতনের ঘটনা৷ এরই পরিণতি কুশমন্ডির নৃশংস ঘটনা৷ ডি এস ও, ডি ওয়াই ও, এম এস এস ও নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটি এর প্রতিবাদে ২০ ফেব্রুয়ারি বালুরঘাট ও কুশমন্ডি ব্লকে মিছিল ও অবরোধ সংগঠিত করে৷ বালুরঘাটে নেতৃত্ব দেন কমরেডস বীরেন মহন্ত ও বাবলি বসাক৷ কুশমন্ডিতে সর্বস্তরের মানুষের সমর্থনে অবরোধ চলতে থাকে৷ অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকলে সোচ্চার হন৷ শেষে আই সি এসে দুজন ধর্ষকের গ্রেপ্তারের কথা জানালে অবরোধ তোলা হয়৷ পথসভায় কমরেড নন্দা সাহা ও কমরেড নমিতা মহন্ত এই ধরনের ঘটনার প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানান৷ এর পরে এস ইউ সি আই (সি) আঞ্চলিক কমিটির পক্ষ থেকে কুশমন্ডি থানায় স্মারকলিপি দেওয়া হয়৷