Breaking News

কার্ল মার্ক্স ও ডারউইন

কার্ল মার্ক্স তাঁর কালজয়ী গ্রন্থ ‘দ্য ক্যাপিটাল’ প্রকাশিত হওয়ার পর বিশ্বখ্যাত বিজ্ঞানী চার্লস ডারউইনকে উপহার হিসাবে একটি কপি পাঠান। সেটি পেয়ে উচ্ছ্বসিত আনন্দে ডারউইন ১৮৭৩ সালের অক্টোবরে মার্ক্সকে লেখেন, আপনার মহৎ সৃষ্টি দ্য ক্যাপিটাল গ্রন্থটি আমাকে পাঠিয়ে সম্মানিত করার জন্য আপনাকে ধন্যবাদ এবং আমি আন্তরিকভাবে মনে করি, পলিটিক্যাল ইকনমির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আমার যদি গভীর উপলব্ধি থাকত তা হলে আপনার এই উপহার পাওয়ার আরও যোগ্য হতাম আমি। যদিও আমাদের জ্ঞান চর্চার ক্ষেত্র সম্পূর্ণ ভিন্ন তবুও আমি বিশ্বাস করি আমরা দু’জনেই জ্ঞানের প্রসারকেই আন্তরিকভাবে কামনা করি, যা ভবিষ্যতে মানবজাতির কল্যাণই নিশ্চিত করবে ও কল্যাণকর্মেই নতুন কিছু যুক্ত করবে।