Breaking News

কমসোমলের উদ্যোগে শিশু–কিশোর উৎসব

ভারতীয় নবজাগরণের প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবর্ষ উপলক্ষে কমসোমল কলকাতা জেলার উদ্যোগে দ্বিতীয় কলকাতা জেলা শিশু কিশোর উৎসব অনুষ্ঠিত হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গান্ধী ভবনে, ৭ জুলাই৷ বিদ্যাসাগরের পূর্ণাবয়ব প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়৷ জেলা জুড়ে গত এক মাস যাবৎ প্রস্তুতি চলছিল শিশু কিশোর উৎসবের৷ ১৮টি দেওয়াল পত্রিকা, ১৫টি সমবেত নৃত্য, ২৪টি নাটকের টিম সহ ছবি আঁকা ও কুইজে অংশগ্রহণ করে ২৮২ জন শিশু কিশোর৷

কমসোমলের রাজ্য ইনচার্জ কমরেড সপ্তর্ষি রায়চৌধুরী বলেন, আমরা শিশু কিশোরদের মধ্যে নানা গুণের বিকাশ ঘটাতে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকি৷

(গণদাবী : ৭১ বর্ষ ৪৯ সংখ্যা)