এআইকেকেএমএস–এর রাজনৈতিক কর্মশালা

এআইকেকেএমএস–এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে ২৩–২৪ জুন দক্ষিণ ২৪ পরগণার জয়নগরে শিবনাথ শাস্ত্রী হলে অনুষ্ঠিত হল কৃষক ও খেতমজুরদের রাজনৈতিক কর্মশালা৷ রাজ্যের ১৪টি জেলা থেকে ছ’শোরও বেশি প্রতিনিধি এতে অংশ নেন৷ কর্মশালায় কৃষক ও খেতমজুরদের নানা সমস্যা ও তার প্রতিকারের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ একশো দিনের কাজ, কৃষিঋণ, মিউটেশনের ফি বৃদ্ধি, খরা সমস্যা ইত্যাদি নিয়েও আলোচনা হয়৷ সমস্যা সমাধানে শক্তিশালী গণআন্দোলনের জন্য প্রয়োজনীয় সংগঠন গড়ে তোলা এবং সেই উদ্দেশ্যে কার্যকরী গ্রাম কমিটি গঠনের উপায় সম্পর্কেও আলোচনা হয়৷

কর্মশালা উদ্বোধন করেন এস ইউ সি আই (সি)–র কেন্দ্রীয় কমিটির সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড সৌমেন বসু৷ সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কমরেড শেখ খোদাবক্স৷ সংগঠনের সম্পাদক কমরেড পঞ্চানন প্রধান এই কর্মশালার উদ্দেশ্য এবং বিষয়বস্তু প্রতিনিধিদের সামনে তুলে ধরে আলোচনায় অংশ নেওয়ার জন্য তাঁদের আহ্বান জানান৷ উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড শংকর ঘোষ এবং সংগঠনের ওড়িশা রাজ্য সম্পাদক ও সর্বভারতীয় কমিটির সদস্য কমরেড রঘুনাথ দাস৷ আলোচনার শেষে সিদ্ধান্ত হয়, গ্রাম কমিটি ও ব্লক কমিটি গঠনে ব্যাপক উদ্যোগ নেওয়া হবে, পাটচাষিদের দাবিদাওয়া নিয়ে দুশো কিমি পদযাত্রা সংগঠিত করা হবে, ৩১ আগস্ট জেলায় জেলায় চাষি–খেতমজুরদের সমস্যা নিয়ে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হবে, নভেম্বর মাসে কলকাতায় রাজ্যস্তরীয় সমাবেশ ও বিক্ষোভ প্রদর্শন হবে৷

(৭০ বর্ষ ৪৫ সংখ্যা ২৯ জুন, ২০১৮)