আন্দোলনের ফলে আদ্রা ডিভিশনে রেল চালু

লকডাউনের পর রেলের বিভিন্ন ডিভিশনে ট্রেন চালু হলেও আদ্রা ডিভিশনে কোনও ট্রেন চালু করেনি রেলদপ্তর। এর প্রতিবাদে দীর্ঘ একমাস ধরে নাগরিক প্রতিরোধ মঞ্চের উদ্যোগে জেলার বিভিন্ন স্টেশনে বিক্ষোভ ডেপুটেশন চলতে থাকে। আন্দোলনের চাপে অবশেষে কিছু ট্রেন চালাতে বাধ্য হয় কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি লোকাল ট্রেনকে মেল বা এ্ক্সপ্রেস করে দেওয়ায় যাত্রীদের সমস্যা থেকেই যায়। পুরুলিয়া-আদ্রা কোনও ট্রেন চালু না হওয়ায় জনগণের সমস্যা আরও বাড়তে থাকে। অবিলম্বে পুরুলিয়া-আদ্রা লোকাল ট্রেন চালানো, হাওড়া-চক্রধরপুর ট্রেনের স্টপেজ সহ বিভিন্ন দাবিতে ১৭ ডিসেম্বর বাগালিয়া স্টেশন ম্যানেজারের মাধ্যমে আদ্রা ডিআরএমকে ডেপুটেশন দেওয়া হয়। অবশেষে ডিআরএম লোকাল ট্রেন চালানোর সার্কুলার জারি করেন। এই আন্দোলনে নেতৃত্ব দেন নাগরিক প্রতিরোধ মঞ্চ আনাড়া শাখার সদস্য ভূতনাথ মাহাত।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ১৪ সংখ্যা_২৫ ডিসেম্বর, ২০২০)