অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি খোলার দাবি

সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সাথেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি চালু করে রান্না করা খাবার পরিবেশনের দাবিতে সোচ্চার হল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ও হেল্পার্স ইউনিয়ন। ৯ ডিসেম্বর হাওড়ার কাশমলি ও ঘোড়াবেড়িয়া-চিৎনান অঞ্চলের অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে পারবাক্সিতে একটি সভা হয়। বক্তব্য রাখেন জেলা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের সংগঠক সরস্বতী ভৌমিক ও চন্দনা সামন্ত। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠন এআইইউটিইউসি হাওড়া জেলা সংগঠক নিখিল বেরা। বক্তারা বলেন, গত দু’বছর ধরে সারা দেশের মতোই এ রাজ্যে ৬০ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রায় ৪০ লক্ষ উপভোক্তার পরিপূরক পুষ্টির জন্য রান্না করা গরম খাবার পরিবেশন বন্ধ হয়ে আছে। এর ফলে মা ও শিশুদের অপুষ্টি বাড়ছে। তাই দ্রুত স্কুল ও অঙ্গনওয়াড়ি সেন্টার খোলা জরুরি। সভা থেকে শ্যামলী ঘোড়াকে সভানেত্রী, অর্চনা বাগকে সম্পাদিকা ও সুতপা মণ্ডলকে কোষাধ্যক্ষ করে আমতা ব্লক কমিটি গঠিত হয়।

গণদাবী ৭৪ বর্ষ ১৯ সংখ্যা ১৭ ডিসেম্বর ২০২১