নন-নেট ফেলোশিপ সংক্রান্ত গৌতম বড়ুয়া কমিশন সম্প্রতি সুপারিশ করেছে, ইউনিভার্সিটির এন্ট্রান্সের পরিবর্তে এখন কেন্দ্রীয় নেট পরীক্ষার মাধ্যমেই এই ফেলোদের নেওয়া হবে, নাম হবে নেট-টু ফেলোশিপ। এর পাশাপাশি এম ফিল স্কলারদের ফেলোশিপ বন্ধ করে দেওয়ার প্রস্তাবও করা হয়েছে। এর তীব্র প্রতিবাদ করে ডেমোক্রেটিক রিসার্চ স্কলারস অর্গানাইজেশন (ডিআরএসও)-র পক্ষে অর্ঘ্য দাস ৪ …
Read More »