২০১৩ সাল৷ নরেন্দ্র মোদি তখনও কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় আসেননি৷ সেই সময়, ভারত সরকার পরিচালিত সংবাদমাধ্যম আকাশবাণী ও দূরদর্শনের প্রতি অনাস্থা প্রকাশ করে তিনি ইউরোপীয় সংবাদসংস্থা বিবিসি–র প্রতি আস্থা ও বিশ্বাস ব্যক্ত করে এক টুইটার বার্তায় বলেছিলেন, বিবিসির বিশ্বাসযোগ্যতা আছে৷ সে দিন তাঁর নিশ্চয়ই এ কথাও মনে হয়েছিল, সরকারের কোনও কাজের …
Read More »