বিদ্যুতের স্মার্ট মিটার লাগানোর বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন করছেন গ্রাহকরা। অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকা) স্মার্ট মিটার চালুর বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছে সব স্তরের গ্রাহকদের ঐক্যবদ্ধ করে। কেন তা গ্রাহক স্বার্থবিরোধী, তা বোঝা দরকার সব স্তরের মানুষের। ১) এই মিটার ব্যবস্থায় বিলের হার্ড কপি দেওয়া হবে না। ফলে গ্রাহক …
Read More »