কেন্দ্রের বিজেপি সরকারের আনা নতুন আইন ‘ভারতীয় ন্যায় সংহিতা’-তে পরিবহণ আইন পাল্টে দেওয়া হয়। পরিবর্তিত পরিবহণ আইনের ১০৬-এর এক ও দুই ধারা অত্যন্ত নির্মম ও দানবীয়। এতে ‘হিট অ্যান্ড রানের’ ক্ষেত্রে ড্রাইভারদের ১০ বছর পর্যন্ত জেল এবং বিপুল পরিমাণ জরিমানার ব্যবস্থা করা হয়েছে। বলা হয়েছে, পুলিশ না আসা পর্যন্ত এবং …
Read More »