‘স্থাবর বা অস্থাবর সম্পত্তি নেই৷ নেই কোনও ব্যাঙ্ক ব্যালেন্স৷ শুধু দলের নির্দেশ মাথা পেতে নিয়ে লোকসভায় প্রার্থী৷’ অবাক হয়ে গেছেন সাংবাদিক৷ তমলুকের মধুসূদন বেরা, পুরুলিয়ার রঙ্গলাল কুমার, বীরভূমের আয়েষা খাতুনের মতো আরও অনেকের পরিচয় পেয়ে তাঁর বিস্ময় বাঁধ মানে না৷ লিখেছেন, ‘আর্থিক অনটন যাঁদের নিত্যসঙ্গী, তাঁদের কাছে ভোটের প্রচারে অর্থাভাব …
Read More »