গত ৭১–৪২ সংখ্যার গণদাবীতে প্রকাশিত ‘দিশাহীন হয়েই সিপিএম নেতা–কর্মীরা বিজেপির পক্ষে দাঁড়ালেন’ নিবন্ধটিতে একটি অপ্রিয় সত্যকে তুলে ধরা হয়েছে, যা আশা করি বামপন্থী মহলের উদারমনা অংশকে ভাবিয়েছে৷ এই প্রসঙ্গে আরও দু–চারটি কথা উল্লেখ করছি৷ পঞ্চাশের দশকে এ রাজ্য বামপন্থী আন্দোলনে উত্তাল ছিল৷ হাজারে হাজারে মানুষ সেদিন স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে সামিল হতেন৷ …
Read More »