২৫ জুলাই অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির উদ্যোগে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে কনভেনশন অনুষ্ঠিত হয়৷ মূল প্রস্তাব পেশ করেন অধ্যাপক যোগরাজন৷ বক্তব্য রাখেন অধ্যাপক পি শিব কুমার, অধ্যাপক করুণানন্দন, অধ্যাপক আর মানিবানান, অধ্যাপক আর মুরলী, অধ্যাপক আরুল আরম এবং এআইডিএসও–র রাজ্য সম্পাদক এম জে ভলতেয়ার৷ কনভেনশন সঞ্চালনা করেন অধ্যাপক এস এইচ থিলাগর৷ …
Read More »