জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার পূর্বতন কংগ্রেস সরকারের মতোই শিক্ষার বেসরকারিকরণ করছে৷ এর ফলে শিক্ষা হয়ে উঠছে খুবই ব্যয়সাপেক্ষ, যে কারণে সাধারণ ঘরের সন্তানদের উচ্চ শিক্ষা অসাধ্য হয়ে উঠছে৷ এ ছাড়া সিলেবাসের মধ্যে আরএসএস–বিজেপির দলীয় চিন্তা ধারার অনুপ্রবেশ ঘটানো হচ্ছে, ধ্বংস করা হচ্ছে সেকুলার শিক্ষা৷ জনবিরোধী এই শিক্ষানীতি …
Read More »