এআইডিএসও-র উদ্যোগে ১৫ জানুয়ারি দিল্লির বুকে চলমান কৃষক আন্দোলনকে সংহতি জানিয়ে পাঞ্জাবের হুসেইনওয়ালা থেকে সিংঘু সীমান্ত ও টিকরি সীমান্ত পর্যন্ত বাইক Rally হয়। বাইক Rally-র সূচনায় ঐতিহাসিক ভগৎ সিং-সুখদেব-রাজগুরুর স্মৃতিসৌধে মাল্যদান করে শ্রদ্ধা জানান সংগঠনের সর্বভারতীয় সভাপতি কমরেড ভি এন রাজশেখর এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড সৌরভ ঘোষ। বক্তব্য রাখেন …
Read More »