আশা ও আশাসহযোগী কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি ও উপযুক্ত বেতনের দাবিতে মধ্যপ্রদেশের ভোপালে ১৮ এপ্রিল বিশাল বিক্ষোভ মিছিলে সামিল হন কয়েক শত আশা ও আশা সহায়ক কর্মী। এআইইউটিইউসি অনুমোদিত মধ্যপ্রদেশ আশাকর্মী ও সহায়ক কর্মী ইউনিয়নের ডাকে নীলম পার্কে বিক্ষোভ সমাবেশে আটটি জেলার প্রতিনিধিরা এবং এআইইউটিইউসি-র মধ্যপ্রদেশ রাজ্য সম্পাদক কমরেড সুনীল …
Read More »