Breaking News

বন্ধ বাগান খোলার দাবিতে চা-শ্রমিকদের মিছিল

৬ ফেব্রুয়ারি এসইউসিআই(সি) দলের পক্ষে আলিপুরদুয়ারের রামঝোরা চা বাগান সহ বিভিন্ন বন্ধ চা বাগান খোলা, নূন্যতম মজুরি নিশ্চিত করা এবং বন্ধ চা বাগান এলাকার ছাত্রছাত্রীদের স্কুল-ফি মকুব, বিদ্যুতের মাশুল কমানো, ফিক্সড চার্জ-মিনিমাম চার্জ প্রত্যাহার করার দাবিতে বীরপাড়া সহকারি লেবার কমিশনার (এএলসি) দফতরে ও বিদ্যুৎ কেন্দ্রে ডেপুটেশন দেওয়া হয়।

মিছিল বীরপাড়া পুরোনো বাসস্ট্যান্ড থেকে বাজার পরিক্রমা করে চৌপথি হয়ে এলসি দপ্তরে পৌঁছায়। পরে বিদ্যুৎকেন্দ্রে মিছিল যায়। বিভিন্ন চা বাগান থেকে আসা শতাধিক ছাত্রছাত্রী ও শ্রমিক পরিবারের সদস্যরা ডেপুটেশনে উপস্থিত ছিলেন।

এএলসি দপ্তরে ডেপুটেশনে উপস্থিত ছিলেন এসইউসিআই(সি)-এর মাদারিহাট বীরপাড়া লোকাল কমিটির সম্পাদক কমরেড মৃণাল কান্তি রায়, রামঝোরা চা বাগানের শ্রমিক আন্দোলনের নেতা কমরেড সুধিষ্ঠ বরাইক, কমরেড সুভাষ চিকবরাইক, মুজনাই চা বাগানের শ্রমিক নেতা কমরেড মনোজ মুণ্ডা প্রমুখ। বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশনে উপস্থিত ছিলেন দলের লোকাল কমিটির সদস্য কমরেড তপন ভৌমিক, কমরেডস বিপ্তি ওরাওঁ, সুদীপ দাস প্রমুখ।