মুর্শিদাবাদ জেলায় জঙ্গিপুর শহরে রঘুনাথগঞ্জ উচ্চ বিদ্যালয় ও ম্যাকেঞ্জি কলোনির মাঠে উন্নত ও মর্যাদাময় জীবনবোধ গড়ে তোলার লক্ষ্যে কমরেড সুকান্ত শিকদার নগর ও কমরেড গৌতম বিশ্বাস মঞ্চে ৩০-৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হয় এআইডিওয়াইও আয়োজিত রাজ্য যুব উৎসব হয়। ১ জানুয়ারি বেকারি, দুর্নীতি, মদ ও মাদকদ্রব্যের ব্যাপক প্রসার, নারী নির্যাতন, সাম্প্রদায়িক বিদ্বেষ প্রসারের রাজনীতির বিরুদ্ধে জঙ্গিপুর শহরে প্রতিবাদ মিছিল সংঘটিত হয়।
স্কুল প্রাঙ্গণে দেওয়াল পত্রিকা, এ আই ডি ওয়াই ও-র আন্দোলনের ছবি প্রদর্শনী সহ মনীষীদের কোটেশন প্রদর্শনী সেটের উদ্বোধন করেন রঘুনাথগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কুমার মণ্ডল। স্কুল প্রাঙ্গণে প্রতিযোগিতামূলক প্রবন্ধ রচনা, আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা, বিতর্ক, সমবেত সঙ্গীত, একাঙ্ক নাটক, যুদ্ধবিরোধী পোস্টার পেইন্টিং ছাড়াও প্রতিযোগিতার বাইরে প্রদর্শনীমূলক কর্মসূচি হয়েছে।
ম্যাকেঞ্জি কলোনির স্টেডিয়াম মাঠে প্রতিযোগিতামূলক ফুটবল, মহিলা ফুটবল, ভলিবল, কবাডি অনুষ্ঠিত হয়। সাম্প্রদায়িকতা বিরোধী রোড রেস ম্যাকেঞ্জি কলোনির মাঠ থেকে শুরু হয়ে জঙ্গিপুর শহর পরিক্রমা করে। ক্রীড়া প্রতিযোগিতার আগে প্যালেস্টাইনের যুদ্ধে নিহতদের শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়।
দ্বিতীয় দিনে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন এস ইউ সি আই (সি)-র পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলী সদস্য কমরেড সুব্রত গৌড়ী। উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নভেন্দু পাল, মুর্শিদাবাদ জেলা সম্পাদক কমরেড সাধন রায়, মুর্শিদাবাদ জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড বকুল খন্দকার, এআইডিওয়াইও-র সর্বভারতীয় সভাপতি কমরেড নিরঞ্জন নস্কর। আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও জঙ্গিপুর কোর্টের প্রবীণ আইনজীবী লক্ষ্মীনারায়ণ দাস।