Breaking News

মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মধ্যপ্রদেশে বিধানসভা অভিযান

আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ৯ ফেব্রুয়ারি এস ইউ সি আই (সি) ডাক দিয়েছিল মধ্যপ্রদেশ বিধানসভা ঘেরাওয়ের। রাজধানী ভোপালের নানা দিক থেকে মিছিল করে বিধানসভা ঘেরাও করতে যান রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা সহস্রাধিক মানুষ। নীলম পার্কের কাছে পুলিশ তাঁদের আটকালে সমস্ত মিছিলের সমবেত বিক্ষোভকারীরা একযোগে নীলম পার্কেই বিক্ষোভ সভা শুরু করেন।

দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অরুণ সিং বিক্ষোভ সভায় বলেন, মধ্যপ্রদেশে বিজেপি দীর্ঘদিন রাজত্ব করছে। কেন্দে্রও তাদের সরকার। অথচ জনজীবনের একটি সমস্যারও তারা সমাধান করেনি, বরং দিন দিন তা বাড়ছে। উচ্চহারে ভ্যাট এবং অন্যন্য করের জন্য মধ্যপ্রদেশে পেট্রল-ডিজেল রান্নার গ্যাসের দাম বহু রাজ্যের থেকে বেশি। প্রতিদিন ৫ থেকে ৬ জন বেকার যুবক-যুবতী এই রাজ্যে আত্মহত্যা করেন। কিন্তু সরকারি দপ্তরে হাজার হাজার পদ খালি। চাকরি নিয়ে দুর্নীতিতে মধ্যপ্রদেশ বোধহয় সবার ওপরে আছে। পেটের দায়ে রাজ্যের বিরাট সংখ্যক মানুষ অন্য রাজ্যে পাড়ি জমান। রাজ্যের ৩৭ শতাংশ চাষি দারিদ্র সীমার নীচে। সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মধ্যপ্রদেশ রাজ্য সম্পাদক কমরেড প্রতাপ সামল। অন্যান্য রাজ্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন দলের রাজ্য কমিটির সদস্য কমরেড রামাবতার।