সুস্থ চেতনার সাথে থাকুন

সম্প্রতি গুজরাটে ভোট হয়ে গেল৷ গুজরাটবাসীর ৪৯ শতাংশ ভোটারের ভোট পেয়েছেন প্রধানমন্ত্রীর দল৷ কংগ্রেস ও সহযোগীরা পেয়েছে ৪৩ শতাংশ এবং বাকিরা ৮ শতাংশ৷ এখন স্বাভাবিক ভাবেই এই ৪৯ শতাংশ ভোটারের আশা–আকাঙক্ষা সরকারের কাজে গুরুত্ব পাবে৷ বাকিরা কিছু দাবি করতে পারে, তবে সরকারের কৃপা পাবে এমন জোর দিয়ে বলা যায় না৷ কিন্তু ১০০ শতাংশ ভোটার তাদের কাজ করবে, মূল্য পাবে এবং তাদের দেওয়া ট্যাক্স সরকারি কোষাগারে জমা হবে৷ আর সেই ট্যাক্সের টাকায় বিভিন্ন ব্যয় পরিকল্পনা হবে, মন্ত্রীদের ভোগ–বিলাস–ভ্রমণ হবে৷ গুরুত্বপূর্ণ ব্যাপার হল ব্যয় পরিকল্পনা কার্যকরী করতে ঘুরপথে ট্যাক্সের টাকা শাসক দলের তহবিলে জমা হবে৷ দলের সেই টাকায় লোক–লস্কর সামলানো, দলের কাজ–কারবার চালানোর পর দলের সম্পদ তৈরি হবে৷ দেশের প্রতিটি রাজনৈতিক দলের সম্পদ আছে৷ বড় দলগুলির অবস্থা এক–একটি কর্পোরেট সংস্থার মতো৷ কর্পোরেট সংস্থাগুলি পণ্য বিক্রি করে, আর দলগুলি করে বাছা–বাছা রঙিন মন ভোলানো কথা৷ বিভিন্ন আশার কথায় কিছু শতাংশ ভোটারকে নিশ্চিত করতে পারলেই, ব্যস ১০০ শতাংশ ভোটারের ট্যাক্সের তহবিল হাতানোর যখন একটিই পথ– কিছু জনের মধ্যে একজনকে নির্বাচিত করা এবং দুটি বেশি ভোটের ব্যবধান হলেই হল৷ তখন দলগুলি সবাইকে কেন খুশি করবে?

যাদেরকে নিয়ে কারবার, রাজনৈতিক দলগুলির সেই ভোটারদের অধিকাংশই সমষ্টি চেতনায় নয়, ব্যক্তি স্বার্থ চেতনায় মগ্ন৷ তাই বিভিন্ন ছকে তাদের বেঁধে ফেলা অনেক সহজ৷ ১০০ শতাংশ ভোটারের ট্যাক্সের তহবিল নিয়ে কিছু শতাংশ ভোটারকে পাইয়ে দেওয়ার রাজনীতি করাও অনেক সহজ৷ ফলে কিছু পাওয়ার আশায় ন্যায়–নীতি বর্জন করে আমরা দলের বা গোষ্ঠীর শ্রীবৃদ্ধি ঘটাই৷ কিন্তু দেশের সকল মানুষের শ্রীবৃদ্ধি ঘটাতে হলে,  অধিকাংশ মানুষের সুস্থ চেতনার বিকাশ ঘটাতে হবে৷ যে চেতনা সমষ্টি বিকাশের কথা বলে, অধিকাংশ মানুষের সমর্থনে বিশ্বাস করে এবং ধান্দাবাজদের বর্জন করতে শেখায়৷

রাজনৈতিক দলগুলির কর্মকাণ্ড দেখে আমাদের ভোটাধিকার প্রয়োগ করা উচিত৷ কিছু পাওয়ার আশায় দলগুলির সভায় ভিড় বাড়িয়ে অনিশ্চিত লাভের আশা করা ঠিক নয়৷ তাতে কিছু ব্যক্তির ও গোষ্ঠীর লাভ হলেও সমাজের বড় ক্ষতি হয়ে যায়৷ আর সমাজ ভালো না হলে, বিত্তবান লোকও সুস্থ সমাজে বাঁচতে পারে না৷

তাই সংখ্যাধিক মানুষের কাছে অনুরোধ, রাজনৈতিক দলগুলির কাছে কোনও সুবিধার আশা নয়, অধিকার বুঝে নিন৷ দলের ভিড়ে নয়, সুস্থ চেতনার সাথে থাকুন৷

সত্যব্রত

তমলুক, পূর্ব মেদিনীপুব