এমবিবিএস কোর্সে অবৈজ্ঞানিক ‘নেক্সট’ পরীক্ষা বাতিল, সিবিএসই পাঠক্রম বন্ধ করা, এমবিবিএস ইন্টার্নশিপে আয়ুশ পোস্টিং না করা, মেডিকেল শিক্ষার গৈরিকীকরণ বন্ধ করা প্রভৃতি দাবিতে১২ আগস্ট এআইডিএসও-র উদ্যোগে বিক্ষোভ দেখায় দেড় শতাধিক মেডিকেল ছাত্র। কলকাতা মেডিকেল কলেজ থেকে শুরু হওয়া এই মিছিলে দাবি ওঠে জাতীয় শিক্ষানীতি-২০২০ এবং মেডিকেল শিক্ষায় এর ভয়ঙ্কর রূপ ন্যাশনাল মেডিকেল কমিশন বাতিল করতে হবে। মিছিল শেষে কমিশনের প্রতিলিপি পোড়ানো হয়।
এআইডিএসও-র সর্বভারতীয় সহ সভাপতি ডাঃ মৃদুল সরকার, রাজ্য সভাপতি কমরেড সামসুল আলম ও সর্বভারতীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ডাঃ শুভঙ্কর চ্যাটার্জি বক্তব্য রাখেন।
সংগঠনের রাজ্য কমিটির সদস্য ডাঃ দীপক গিরির নেতৃত্বে ৪ জনের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসাবে স্বাস্থ্য আধিকারিকদের কাছে স্মারকলিপি দেয়। তিনি সমস্ত দাবি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দেন। তাঁর এক্তিয়ারভুক্ত বিষয় যেমন– পরীক্ষা ও খাতা রিভিউ এর সমস্যা, বিএইচএমএস-এ রেগুলার ক্লাসের সমস্যা, ডেন্টাল ও প্যারামেডিক্যাল ছাত্রদের নিয়মিত নিয়োগ সমস্যা সমাধান, প্যারামেডিক্যাল ও নার্সিংয়ে স্টাইপেন্ড সমস্যা সমাধান, প্যারামেডিক্যাল ব্যাচেলর কোর্সে স্টাইপেন্ড ও টিআর প্রক্রিয়া চালু করার আশ্বাস দেন।