Breaking News

শহিদ বসন্ত বিশ্বাস স্মরণে অনুষ্ঠান

১১ মে বিপ্লবী বসন্ত বিশ্বাসের শহিদ দিবস। ওই দিন নদিয়ার অগ্নিবীণা সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে মৃত্যুঞ্জয়ী বিপ্লবী বসন্তকুমার বিশ্বাস গ্রন্থ প্রকাশ করা হয়। এই উপলক্ষে কৃষ্ণনগর পৌরসভার দ্বিজেন্দ্র সভাকক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের বিশিষ্ট নাগরিক শিবনাথ চৌধুরী ও শঙ্করেশ্বর দত্ত। গ্রন্থটি উদ্বোধন করেন শহিদ জীবনী রচয়িতা সম্পদনারায়ণ ধর। বর্তমান সময়ে এই বিপ্লবীর জীবনী আরও বেশি করে চর্চার প্রয়োজনের কথা সকলেই বলেন। কৃষ্ণনগর রেল স্টেশনে বসন্ত বিশ্বাসের আবক্ষমূর্তি প্রতিষ্ঠার দাবি ওঠে অনুষ্ঠান থেকে। সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক কমল দত্ত।