ছত্তিশগড়ের রায়পুরে পণ্ডিত রবিশংকর শুক্ল বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষায় বসতে গেলে গত বছর পর্যন্ত কোনও ফি লাগত না। এ বছর কলেজ-কর্তৃপক্ষ হঠাৎ ৭০০ টাকা পরীক্ষা ফি ধার্য করে। এর বিরুদ্ধে ২০ মার্চ এআইডিএসও-র রায়পুর জেলা কমিটির পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে পরীক্ষা ফি প্রত্যাহারের দাবি করা হয়। দাবিতে কান না দিয়ে কলেজ কর্তৃপক্ষ সাধারণ, ওবিসি এবং এসসি-এসটি-দের জন্য যথাক্রমে ৫০০ টাকা, ৪০০ টাকা ও ৩০০ টাকা ফি ধার্য করে।
ছাত্রদের মধ্যে বিভেদ সৃষ্টির এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে ১১ এপ্রিল আবার বিক্ষোভ মিছিল করে দাবিপত্র পেশ করা হয়। এতেও কাজ না হওয়ায় ২৫ এপ্রিল অবিলম্বে ফি প্রত্যাহার এবং যাঁরা ফি দিয়েছেন, তাঁদের তা ফিরিয়ে দেওয়ার দাবিতে এআইডিএসও বিশ্ববিদ্যালয়ের গেটে বিশাল ছাত্র-ধরনার আয়োজন করে এবং মিছিল করে বিশ্ববিদ্যালয়ের ডিনকে ডেপুটেশন দেয়।