ভারতের স্বাধীনতা সংগ্রামের আপসহীন ধারার বিপ্লবী যোদ্ধা, বিশিষ্ট মার্কসবাদী দার্শনিক, সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষের জন্মশতবর্ষ উপলক্ষে্য এআইডিওয়াইও হুগলি জেলা কমিটির উদ্যোগে ১০ জুন রিষড়ায় ‘যুব আন্দোলনের দিশা ও কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারা’ শীর্ষক আলোচনা সভা হয়।
প্রধান বক্তা ছিলেন এসইউসিআই(সি)-র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নভেন্দু পাল। তিনি যুবজীবনের সমস্যাগুলি তুলে ধরে বিশ্লেষণ করে দেখান– শিবদাস ঘোষের চিন্তাধারার মধ্যে এর সমাধান কোথায়, কী ভাবে নিহিত। সভায় উপস্থিত ছিলেন এআইডিওয়াইও-র রাজ্য সহ সভাপতি কমরেড সঙ্গীতা ভক্ত এবং রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সমর চ্যাটার্জি।