‘যুব আন্দোলন ও কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারা’ শীর্ষক আলোচনা সভা

ভারতের স্বাধীনতা সংগ্রামের আপসহীন ধারার বিপ্লবী যোদ্ধা, বিশিষ্ট মার্কসবাদী দার্শনিক, সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষের জন্মশতবর্ষ উপলক্ষে্য এআইডিওয়াইও হুগলি জেলা কমিটির উদ্যোগে ১০ জুন রিষড়ায় ‘যুব আন্দোলনের দিশা ও কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারা’ শীর্ষক আলোচনা সভা হয়।

প্রধান বক্তা ছিলেন এসইউসিআই(সি)-র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নভেন্দু পাল। তিনি যুবজীবনের সমস্যাগুলি তুলে ধরে বিশ্লেষণ করে দেখান– শিবদাস ঘোষের চিন্তাধারার মধ্যে এর সমাধান কোথায়, কী ভাবে নিহিত। সভায় উপস্থিত ছিলেন এআইডিওয়াইও-র রাজ্য সহ সভাপতি কমরেড সঙ্গীতা ভক্ত এবং রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সমর চ্যাটার্জি।