এআইডিএসও–র পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড মণিশঙ্কর পট্টনায়ক ১৪ অক্টোবর এক বিবৃতিতে বলেন, পশ্চিমবঙ্গ সরকার নিয়োজিত সিলেবাস কমিটি সম্প্রতি সুপারিশ করেছে যে, মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য একজন পরীক্ষার্থীকে ৭টি বিষয়ের বদলে ইংরেজি ও গণিত সহ যে কোনও পাঁচটি পাশ করলেই চলবে৷ কেন্দ্রীয় বোর্ড বা সমতুল বোর্ডের ছাত্রছাত্রীদের সাথে মানের সামঞ্জস্য রক্ষার অজুহাতেই নাকি তাঁরা এই প্রস্তাব দিয়েছেন৷
এই প্রস্তাব অত্যন্ত অবৈজ্ঞানিক এবং শিক্ষার স্বার্থের পরিপন্থী৷ ইতিমধ্যেই অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ ফেল না থাকার কারণে সরকারি বিদ্যালয়ে শিক্ষার মান তলানিতে গিয়ে ঠেকেছে৷ স্কুলছুট বাড়ছে এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থার রমরমা বাড়ছে৷ এরপর মাধ্যমিক পাশের নিয়মকে লঘু করা হলে তা ছাত্রছাত্রীদের সর্বনাশা ভবিষ্যৎ নিয়ে আসবে এবং শিক্ষার বেসরকারিকরণের প্রবণতা বৃদ্ধি পাবে৷
আমাদের দাবি, ১) অবিলম্বে এই সুপারিশ বাতিল করা হোক, ২) শিক্ষা সংক্রান্ত যে কোনও সুপারিশ কার্যকর করার আগে শিক্ষাব্যবস্থার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নেওয়া ও আলোচনার ব্যবস্থা করা হোক, ৩) সরকারি বিদ্যালয়গুলির ভেঙে পড়া পরিকাঠামোয় ছাত্রছাত্রীদের মূল্যায়নের স্বীকৃত পদ্ধতি পাশ–ফেল ব্যবস্থা প্রথম শ্রেণি থেকেই কার্যকর করার বিষয়ে সরকার দ্রুত অগ্রসর হোক৷