Breaking News

বিড়ি শ্রমিকদের বিক্ষোভ মিছিল

পুরুলিয়া জেলার বিড়ি শ্রমিক সংঘের পক্ষ থেকে অবিলম্বে বর্ধিত মজুরি কার্যকর করার দাবিতে ২৫ নভেম্বর বিড়ি মালিকদের কারখানার গেটে বিক্ষোভ মিছিল ও ব্লক আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। গত ২৮ সেপ্টেম্বর মুর্শিদাবাদের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী ২৫ অক্টোবর রাজ্যের মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, পুরুলিয়া জেলাতে বর্ধিত ২৫ টাকা মজুরি কার্যকর করার কথা। কিন্তু অন্যান্য জেলাতে তা কার্যকর হলেও পুরুলিয়া আবার আলাদা করে হাজার প্রতি ৪ টাকা কমিয়ে গত ৩১ অক্টোবর থেকে নতুন করে মজুরি নির্ধারণ করা হয়। কিন্তু এখনও সেই মজুরি কার্যকর হয়নি। তাই বিক্ষোভ মিছিলে শত শত শ্রমিক মা-বোনেরা ক্ষোভে ফেটে পড়েন।

আন্দোলনে নেতৃত্ব দেন এ আই ইউ টি ইউ সি-র পুরুলিয়া জেলা সহ-সভাপতি কমরেড সদানন্দ মণ্ডল, জেলা সম্পাদক কমরেড তপন রজক ও কমরেড অনাদি কুমার প্রমুখ।