Breaking News

বাংলাদেশে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন বয়কট করায় জনগণকে অভিনন্দন — বাসদ (মার্ক্সবাদী)

 

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)-র সমন্বয়ক কমরেড মাসুদ রানা ৭ জানুয়ারি এক বিবৃতিতে বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন বয়কট করে এই প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে তাদের রায় দিয়েছেন। আমরা দলের পক্ষ থেকে জনগণকে অভিনন্দন জানাই।

বিবৃতিতে তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের তথ্যানুসারে, দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত সারা দেশে ভোট পড়েছিল মাত্র সাড়ে ১৮ শতাংশ এবং বিকাল ৩ টার সময় ছিল ২৬.৬৭ শতাংশ। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। তারপরও এই তথ্যকে সঠিক হিসেবে ধরলেও বোঝা যায় উপস্থিতি কতটা কম। এর মধ্যে শিশুদের দিয়ে ভোট দেওয়ানো, আগেই সিল দেওয়া ব্যালট দিয়ে বাক্স ভর্তি করা, জাল ভোট সবই আছে।

ইতিমধ্যে ১৪ জন প্রার্থী নির্বাচন বর্জন করেছেন (দৈনিক প্রথম আলো অনলাইন, ৭ জানুয়ারি, ২০২৪)। গাইবান্ধা-৪ আসনে বর্তমান শাসক দলের সংসদ সদস্য এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হোসেন চৌধুরী অভিযোগ করেছেন, আসনটিতে আওয়ামী লিগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ১৩৯টি কেন্দ্রের মধ্যে ৯১টি কেন্দ্র দখল করে নিয়ে জাল ভোট দেওয়াচ্ছেন (ডেইলি স্টার অনলাইন বাংলা, ৭ জানুয়ারি ২০২৪)।

একই ভাবে ভোট ডাকাতির অভিযোগ করে নির্বাচন বয়কট করেছেন কক্সবাজার ১ আসনের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম, যিনি এই আসনের বর্তমান সাংসদ (যমুনা টিভি অনলাইন, ৭ জানুয়ারি ২০২৪)। জাফর আলম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে জানিয়েছেন, বিজিবি ও গোয়েন্দা সংস্থার লোকজনের নেতৃত্বে ভোটকেন্দ্র দখল করে জাল ভোট দেওয়া হচ্ছে ও তাঁকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

এ ছাড়া, দেশের বেশিরভাগ ভোটকেন্দ্র ছিল ফাঁকা, যেন অঘোষিত কারফিউ ছিল আজ। ভোটকেন্দ্রের সামনে ও ভেতরে আওয়ামী লিগের কর্মীদের জটলা ছাড়া ভোটার উপস্থিতি ছিল খুবই নগণ্য।

এটা স্পষ্ট যে, জনগণ এই নির্বাচন সর্বতোভাবে প্রত্যাখ্যান করেছে। সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় যে সকল লোক ভাতা পেতেন তাদের ভাতা বন্ধ করার হুমকি দিয়ে, সন্ত্রাসীদের মাধ্যমে ভয় দেখিয়ে, টাকাপয়সা বিতরণ করেও মানুষকে তারা ভোটকেন্দ্রের নিতে পারেনি।

আমরা সরকারকে আহ্বান জানাই, জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে। আপনারা এই গণরায় মেনে নিয়ে পদত্যাগ করুন এবং নির্দলীয় তদারকি সরকারের অধীনে নতুন নির্বাচনের ঘোষণা দিন।