Breaking News

বহরমপুরে শ্রমিক অবস্থান

 

২১ সেপ্টেম্বর বহরমপুর প্রধান পোস্ট অফিস মোড়ে এআইইউটিইউসি মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে বিড়ি শ্রমিক, মোটর শ্রমিক, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি এবং মিড ডে মিল কর্মী, পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন দাবিতে বিক্ষোভ অবস্থান হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও কলকাতা জেলা সম্পাদক অনিন্দ্য রায়চৌধুরী। মুর্শিদাবাদ জেলা সম্পাদক আনিসুল আম্বিয়া জানান, জেলাশাসক অফিসে দাবিপত্র দেওয়া হলে অফিস সেক্রেটারি দাবিগুলির ন্যায্যতা মেনে নিয়ে বলেন, পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রার তৈরির উদ্যোগ নিয়েছে প্রশাসন।

বাস দুর্ঘটনায় কোনও যাত্রীর মৃত্যু হলে ড্রাইভারদের বিরুদ্ধে হত্যার মামলা দেওয়া হয় এবং তাদের ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়, এর ফলে ড্রাইভাররা বেকার হয়ে যান। মামলা চলাকালীন ড্রাইভাররা যাতে কাজ করতে পারেন তা দেখার আশ্বাস দেয় প্রশাসন।