‘‘আপনাকে গতকাল তিন তিন বার খোঁজ করেছি এখানে, পেলাম না কেন’?’
বাওয়ালি সখেরবাজার, সকাল আটটা। রীতিমতো অভিমানের সুরে অভিযোগ করলেন স্থানীয় এক মধ্যবয়স্ক মানুষ। দীর্ঘদিন তিনি সিপিএম দলের সঙ্গে যুক্ত ছিলেন।
কথা বলতে গিয়ে জানালাম, গণদাবী এসে পৌঁছতে দেরি হওয়ায় আগের দিন আসতে পারিনি।
রবিবার সকালে ঘন্টা দুয়েক বাজারে গণদাবী দেওয়া, নানা জনের সঙ্গে কথাবার্তার আদান প্রদান– এটা দীর্ঘ বছর ধরে চলে আসছে। কথা বলতে বলতে জানা গেল, উনি হাওড়ায় যখন থাকতেন, তখন আন্দুলে নিজের ঝালাইয়ের দোকানে প্রতি সপ্তাহে গণদাবী পেতেন। বছর দুই হল এখান থেকে নেন।
বললেন, ছেলেরা বাড়িতে খবরের কাগজ আনে, কিন্তু তোমাদের এ কাগজে রাজনীতির যে কথা থাকে তার ছিটেফোঁটাও ওইসব কাগজে থাকে না, বরং মূল রাজনীতিটা ওরা গুলিয়ে দিতে চায়।
কথায় কথায় এলাকার রাজনৈতিক নেতা কর্মীদের প্রসঙ্গ টেনে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বামপন্থী ঝান্ডা তুলে ধরার, তাকে যথাযোগ্য মর্যাদা দেওয়ার তো আর অন্য কেউ নেই।
খুব আগ্রহ নিয়ে জানতে চাইলেন, ভোটে এখানে তোমাদের দলেরপ্রার্থী থাকছে তো? মাথা নেড়ে সম্মতি জানাতে গভীর আবেগ নিয়ে আমার হাতটা চেপে ধরলেন।
বাসুদেব কাবড়ি, বাওয়ালি, বজবজ