ধানের সহায়ক মূল্য ২৫০০ টাকা করার দাবি বর্ধমানে

ধানের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ২৫০০ টাকা করার দাবিতে পূর্ব বর্ধমানের জেলাশাসককে স্মারকলিপি দেয় এআইকেকেএমএস৷ ৪ সেপ্টেম্বর সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়, অঞ্চলভিত্তিক ক্রয়কেন্দ্র খুলে চাষির কাছ থেকে সরকারকে সরাসরি ধান কিনতে হবে৷ সমস্ত কৃষিঋণ মকুবের দাবিও জানান সংগঠনের নেতৃবৃন্দ৷ তাঁরা আরও দাবি করেন, পাটের সংগ্রহমূল্য কুইন্টাল প্রতি ৭ হাজার টাকা করতে হবে৷ এনরেগা প্রকল্পে ২০০ দিনের কাজ ও ৩০০ টাকা দৈনিক মজুরি দেওয়ার দাবি ও এনরেগার কাজকে গরিব ও মধ্য কৃষকের জমির কাজের সাথে যুক্ত করার দাবিও তোলেন তাঁরা৷ এছাড়াও পর্যাপ্ত সেচ, কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ, সস্তায় সার–বীজ–কীটনাশক সরবরাহ সহ ১০ দফা দাবি তোলা হয়৷

(গণদাবী : ৭২ বর্ষ ৮ সংখ্যা)