এমএসপি সহ নানা দাবিতে ১৪ মার্চ দিল্লির সুবিশাল কিসান-মজদুর মহাপঞ্চায়েতে বক্তব্য রাখছেন এআইকেকেএমএস-এর সর্বভারতীয় সভাপতি এবং এসইউসিআই(সি)-র পলিটবুরো সদস্য কমরেড সত্যবান। উপস্থিত ছিলেন এআইকেকেএমএসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শঙ্কর ঘোষ সহ সংযুক্ত কিসান মোর্চার নেতৃবৃন্দ।