ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিটির আন্দোলনের চাপে জয়পুরিয়া এবং ফকিরচাঁদ কলেজের ষষ্ঠ সেমেস্টারের রেজাল্ট প্রকাশ করল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের গাফিলতির ফলে দুটি কলেজের সব মিলিয়ে প্রায় দু’শোরও বেশি ছাত্রছাত্রী চরম সমস্যার সম্মুখীন হয়েছিল। তাদের ছাত্রজীবনের একটা বছর পুরোপুরি নষ্ট হতে চলেছিল।
এই পরিস্থিতিতে প্রথম দিকে বিশ্ববিদ্যালয় এই সমস্ত ছাত্রছাত্রীদের সমস্যা সমাধান না করে কলেজের ওপর দোষ চাপিয়ে বিষয়টি এড়িয়ে যেতে চেয়েছিল। ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিটির দীর্ঘ আন্দোলনের চাপে সিন্ডিকেটের মিটিং করে এই সমস্যার সমাধানে উদ্যোগী হন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অবশেষে ১০ মার্চ কলেজগুলির কাছে রেজাল্ট পাঠাল তারা।