Breaking News

তমলুকে মদবিরোধী আন্দোলনে এলাকার মানুষ

পূর্ব মেদিনীপুরের তমলুক পৌরসভার রত্নালি মৌজায় রেজিস্ট্রি অফিস এলাকায় ৫০ মিটারের মধ্যে দু–দুটি সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান আছে৷ সুস্থ পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কায় এলাকার মানুষ ‘মদবিরোধী নাগরিক কমিটি’ গড়ে তুলে দীর্ঘ সাত মাস ধরে দোকান দুটি বন্ধের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন৷ আন্দোলনের চাপে গত জুন মাস থেকে দুটি দোকানই বন্ধ রয়েছে৷ সম্প্রতি আবার সেগুলি খোলার তোড়জোড় শুরু হলে মানুষ আবারও প্রতিবাদে সামিল হন৷

১৪ ডিসেম্বর কমিটির পক্ষ থেকে জেলাশাসক ও আবগারি দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়৷ পরদিন কমিটির উদ্যোগে এলাকার মানুষ রত্নালির ফুলতলা থেকে পুলিশ সুপার অফিস পর্যন্ত মিছিল করেন৷

কমিটির যুগ্ম সম্পাদক সঞ্জয় কর ও নুরুল ইসলাম জানান, যতদিন মদের দোকান খোলার সিদ্ধান্ত বাতিল করা না হচ্ছে, ততদিন আন্দোলন চলবে৷ প্রয়োজনে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে৷

(গণদাবী : ৭১ বর্ষ ১৯ সংখ্যা)