Breaking News

টোটো চালকদের আন্দোলনের জয় জলপাইগুড়িতে

জলপাইগুড়িতে সারা বাংলা ই-রিক্সা টোটো-চালক ইউনিয়নের নেতৃত্বে শতাধিক টোটো-চালক ৩০ মে ডিএম দফতরে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, প্রত্যেককে টিন নম্বর (টেম্পোরারি আইডেন্টিফিকেশন নম্বর) দিতে হবে এবং তাঁদের শহরে প্রবেশের অনুমতি দিতে হবে। দাবি সংবলিত স্মারকলিপি প্রশাসনের হাতে তুলে দেওয়ার পর কর্তৃপক্ষ টিন নম্বর দেওয়ার দাবি মেনে নিয়েছেন এবং চালকদের শহরে প্রবেশের অনুমতিও দিয়েছেন। আন্দোলনের নেতৃত্বে ছিলেন সংগঠনের জলপাইগুড়ি ইনচার্জ বিজয় লোধ, এআইইউটিইউসি-র জেলা সম্পাদক নাসিরউদ্দিন, জেলা সভাপতি জীবন সরকার প্রমুখ।